গোপনে দান করার ফযিলত

আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত ; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ” ক্বিয়ামতের দিন যখন আল্লাহ তায়ালার ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না তখন আল্লাহ সাত শ্রেণীর লোককে তাঁর ছায়া দান করবেন; (তাদের একজন হলেন), যে ব্যক্তি এতো গোপনে সদাক্বাহ করে যে, ডান হাত যা দান করে বাম হাত তা টের পায় না।” (সহীহুল বুখারীঃ ৬২০; সহীহ মুসলিমঃ ২৪২৭; তিরমিযীঃ ২৩৯১)

আর দান করতে হবে উৎকৃষ্ট বস্তুঃ

আল্লাহ তায়ালা বলেন, হে ঈমানদারগণ! তোমরা তোমাদের উপার্জন থেকে এবং আমি যা তোমদের জন্য ভূমি হতে উৎপন্ন করেছি তা থেকে উৎকৃষ্ট বস্তু ব্যয় কর এবং তা থেকে নিকৃষ্ট জিনিস ব্যয় করতে মনস্থ করো না,কেননা তা তোমরা কখনো গ্রহণ করবে না, তবে যদি তোমরা চোখ বন্ধ করে নিয়ে নাও। জেনে রেখো, আল্লাহ অভাব মুক্ত, প্রশংসিত। (সূরা বাকারা: ২৬৭)

সুবহানাল্লাহ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top