ঘরে প্রবেশ ও বের হওয়ার দোয়া

মহানবী সাঃ ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম নেওয়ার প্রতি তাকিদ করেছেন। আর এ ক্ষেত্রে নবীজির মোবারক মুখ-নিঃসৃত ঘরে প্রবেশের ক্ষেত্রে যে দোয়া টি উচ্চারণ করাই সর্বাধিক সুন্দর হবে বলে মনে করি। 

হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যাস ছিল, যখনই তিনি ঘরে প্রবেশ করতেন, তখনই তিনি এই দু‘আটি পাঠ করতেন:

اَللهُمَّ اِنّيْ اَسْاَلُكَ خَيْرَ الْمَوْلَجِ وَ خَيْرَ المَخْرَجِ بِسْمِ اللهِ وَ بِسْمِ اللهِ لَجْنَا وخَرَجْنا وَعَلى ربِّنَا تَوَكَّلْنَا

উচ্চারণঃ- “আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাল মাওলাজি খাইরাল মুখরিজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বানা তাওয়াক্কালনা।”

অর্থ: “হে আল্লাহ ! আমি আপনার কাছে সর্বোৎকুষ্ট প্রবেশ পার্থনা করি।”

দু‘আটি মুখস্ত রাখতে ঘেরের দরজায় লিখে রাখতে পারেন।

মানুষ যখন আল্লাহর নামে দু‘আ করে ঘরে প্রবেশ করবে তখন শয়তানের এই ঘরে প্রবেশ করার আর কোন সুযোগ থাকে না।
হুজুর সাঃ ঘর থেকে বের হওয়ার সময় দো’য়া বলতেব—–

بِـسْـمِ الـلـهِ تَـوَكَّـلْـتُ عَـلَـى الـلـهِ لاَ حَـوْلَ وَلاَ قُــوَّةَ اِلاَّ بِـالـلـهِ

উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াকাল্‌তু ‘আলাল্লাহি লা- হাওলা ওয়া লা- ক্বুওয়াতা ইল্লা- বিল্লাহ্‌।

অর্থ : আমি আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করছি। আল্লাহর শক্তি ও সামর্থ ছাড়া কারো কোন ক্ষমতা নেই। (আবু দাউদ, তিরমিযি)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top